লতা মঙ্গেশকরের মৃত্যুতে বাবর আজমের শোক

ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর আজ রবিবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এই দিনেই নিজেদের হাজারতম ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হয়েছে ভারত। এমন সময়ে লতাজির প্রায়াণে ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। কালো আর্মব্যান্ড পরে আজ মাঠে নেমেছে রোহিত শর্মার দল।

শুধু ভারত নয়, লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে।

ক্রিকেটের প্রতি লতা মঙ্গেশকরের ছিল প্রবল ভালোবাসা। তিনি নিয়মিত ক্রিকেটের খোঁজ রাখতেন, টুইট করতেন। একটা সময় আর্থিক সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট বোর্ডের তহবিল গঠনে বিনা পারিশ্রমিকে কনসার্ট করেছিলেন। ঊর্দুতেও গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ভারতের চিরবৈরি প্রতিবেশী পাকিস্তানের ক্রিকেটাঙ্গনও আজ শোকাহত।

টুইটারে শোক জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। লতা মঙ্গেশকরের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এক সোনালী যুগের অবসান। তাঁর জাদুকরী কণ্ঠ এবং সুরে উত্তরাধিকার বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। অতুলনীয় এক আইকন ছিলেন তিনি। শান্তিতে ঘুমান, লতা মঙ্গেশকরজি। ‘

LEAVE A REPLY