না দেখে কি লেগ স্পিনার নেওয়া সম্ভব? – প্রশ্ন রাজ্জাকের

বাংলাদেশের জাতীয় দলে একজন লেগ স্পিনারের অভাব বহুদিনের। জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লবের মতো দু-একজন মাঝেমধ্যে এসেছেন। কিন্তু লেগ স্পিনে ছাপ রাখতে পারেননি। অথচ, টি-টোয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনাররা দারুণ কার্যকর।

দেশের ঘরোয়া লিগগুলোতেও লেগ স্পিনারদের দেখা যায় না। এর আগে বিসিবি ঘরোয়া লিগে লেগ স্পিনার রাখা বাধ্যতামূলক করলেও বাস্তবে কোনো ফল আসেনি। লেগস্পিনার নিয়ে হতাশা শোনা গেল নির্বাচক আব্দুর রাজ্জাকের কণ্ঠে।

জাতীয় দলে কেন লেগ স্পিনার খেলানো হচ্ছে না- এমন প্রশ্নে রাজ্জাক বলেন, ‘কোয়ালিটি লেগ স্পিনার নেই তাই খেলছে না। জাতীয় দলের জন্য একটা সময় খুব চেষ্টা করা হয়েছিল। মোটামুটি মানের হলেই খেলানো হয়েছে। কিন্তু বিপিএলের মতো টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলো লেগস্পিনারদের সুযোগ দেওয়া জন্য দলে নেবে না। লেগ স্পিনার খোঁজা হয়েছিল। লিখনকে যখন নেওয়া হয়েছিল… মানে টেস্ট ম্যাচে। তারপর সাডেনলি সে ভালো করতে পারেনি বলে বাইরে চলে গেছে। ‘

রাজ্জাক আরও বলেন, ‘বিপ্লব (আমিনুল ইসলাম) ভারতের বিপক্ষে মোটামুটি করেছে। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে, সে লিগের দলগুলোতেই সুযোগ পাচ্ছে না, ভালো করছে না। তারপর থেকেই বিপ্লব ন্যাশনাল টিমে খেলেনি। একজন থাকলে অবশ্যই ভালো। ভ্যারাইটি আসে। সেজন্য চেষ্টা করা হচ্ছে। ‘

রাজ্জাকের পরবর্তী কথায় পরিস্কার, জাতীয় দলের টিম কম্বিনেশন তৈরির সময় লেগ স্পিনাররের ভাবনাই থাকে না। তিনি বলেন, ‘টিম কম্বিনেশনের কারণেই লেগ স্পিনার খেলানো হচ্ছে না, ন্যাশনাল টিমে লাস্ট যেটা হয়েছে। তাছাড়া লিগের খেলাই ওরা খেলতে পারছে না ঠিকমতো। যদি লিগের খেলা ঠিকভাবে না খেলে, আন্তর্জাতিক ম্যাচ কীভাবে খেলবে? সেটা তো চিন্তা করতে হবে। এভাবে কি জাতীয় দলে নেওয়া সম্ভব…. যাকে আমি দেখতেই পাচ্ছি না!’

LEAVE A REPLY