উজ্জীবিত কিংসের জয়ের তাড়না

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ হারের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যেনো আরো উজ্জীবিত। এক ম্যাচ পরেই তাঁরা অনুভব করছেন আর যাবে না হারা। লিগের বাকি ২১ ম্যাচেই জয় পাওয়ার তাড়নায় মগ্ন রবসন, সুমন রেজারা। সে লক্ষ্যে সোমবার উত্তর বারিধারা বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপনমুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

আগের ম্যাচে কিংসের ডাগ-আউটে ছিলেন না কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। সুস্থ হয়ে এ ম্যাচে ফিরবেন এই স্প্যানিয়ার্ড। তাঁর উপস্থিতিতে দল যেন আরো উজ্জীবিত। অস্কার ব্রুজন বলেন, ‘আমরা সকলেই প্রতিশ্রুতি-বদ্ধ এবং এই ম্যাচ থেকেই জয়ের ধারায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ। ‘ লিগের প্রথম রাউন্ডে বড় দলগুলোও অনায়াসে ম্যাচ জিততে পারেনি। তাই কিংস কোচ মনে করেন এবারের লিগের সব ম্যাচই কঠিন হবে।

তিনি বলেন, ‘প্রথম রাউন্ডের সব ম্যাচই ছোট ব্যবধানে শেষ হয়েছে। এই মৌসুমে প্রতিটি খেলাই সব ক্লাবের জন্য কঠিন হবে। ‘ টঙ্গী ও মুন্সিগঞ্জের ভেন্যু পছন্দ হয়নি অস্কার ব্রুজনের। এমন মাঠে ঠিকমত বল নিয়ন্ত্রণ করা যায় না এবং দলগুলো সেট পিসের উপর বেশি নির্ভর হবে বলে মনে করে অস্কার ব্রুজন। এদিকে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ২-১ গোলে হেরেছিল উত্তর বারিধারা।

LEAVE A REPLY