শিল্পীদের হাতে কাজ নেই, ফলে সব মনোযোগ সমিতির দিকে: ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এসেছে। এ নির্বাচন নিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি মাতামাতি হয়েছে। পাল্টাপাল্টি সম্মেলন, অভিযোগ, কাদা ছোড়াছুড়ি চলছে। তবে শিল্পীদের এমন আচরণকে দুঃখজনক বলছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের কাজ কমে যাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে মতপ্রকাশ করেছেন তিনি।

ডিপজল গণমাধ্যমকে জানান, ‘শিল্পী সমিতি নিয়ে এত মাতামাতি ও আলোচনার মূল কারণ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই। হাতেগোনা কিছু সিনেমা নির্মিত হচ্ছে। শিল্পীদের হাতে কাজ নেই। ফলে তাদের সব মনোযোগ সমিতির দিকে। আজ যদি একের পর এক সিনেমা নির্মিত হতো, তাহলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকত। সমিতির দিকে মন দেয়ার সময় পেত না।’ তিনি আরও বলেন, ‘আমার চলচ্চিত্র জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, আমরা যখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম, শিডিউল দেয়ার মতো সময় হাতে থাকত না, তখন অন্য কোনো দিকে মনোযোগ দেয়ার সুযোগ ছিল না। এমনো সময় গেছে, কাজের ব্যস্ততার কারণে অনেক সদস্য সমিতিতে যাওয়ারও সময় পেত না। সমিতি সমিতির মতো চলত। সমিতি করা হয় যাতে সবার সঙ্গে সময়ে সময়ে দেখা-সাক্ষাৎ হয়, খোঁজ-খবর নেয়া যায়, সুখে-দুঃখে পাশে দাঁড়ানো যায়, মিলমিশ থাকে, এমন উদ্দেশ্য নিয়ে।’ 


বিডি প্রতিদিন

LEAVE A REPLY