গোল, অ্যাসিস্টের পর লাল কার্ড, এমন ম্যাচ ভুলবেন না আলভেস

এক ম্যাচেই করেছেন গোল ও অ্যাসিস্ট, আবার দেখেছেন লাল কার্ডও। ফুটবল বিশ্বের শেষ কবে এমন ঘটনা ঘটেছে তা হয়তো অনেকেরই অজানা। তবে এমনই এক ঘটনা ঘটিয়েছেন বার্সেলোনার ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেস। রবিবার রাতে লা লিগার ম্যাচে আথলেতিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

সে ম্যাচেই এক গোল ও এক অ্যাসিস্টের পাশাপাশি লাল কার্ডও দেখেছেন দানি আলভেস।

ম্যাচের দশ মিনিটে জর্দি আলবাকে দিয়ে গোল করানোর পর ৪৯ মিনিটে নিজে করেন গোল। বক্সের ভেতর থেকে গতির এক শটে গোল করে দানি আলভেস জানিয়ে দিলেন কেনো আবারো বার্সায় ফিরেছেন তিনি। গোলের পর তার উদযাপনও ছিল বাধ-ভাঙা। দ্বিতীয় মেয়াদের বার্সেলোনায় ফেরার পর লা লিগায় এটিই তার প্রথম গোল। গোল ও অ্যাসিস্ট করেই ক্ষ্যান্ত থাকেনি তিনি, প্রতিপক্ষের এক ফুটবলারকে পিছন থেকে আঘাত করায় দেখেছেন লাল কার্ডও। তবে তার লাল কার্ডে বিপদে পড়েনি বার্সেলোনা।

গত ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদের আবারো বার্সেলোনায় ফিরেছেন এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন এক গোল। এর আগের মেয়াদে বার্সেলোনার জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন আট মৌসুম। ৩৯১ ম্যাচ খেলে করেন ২১টি গোল।

LEAVE A REPLY