আফ্রিকান নেশনস কাপের ফাইনালে সেনেগালের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে গেছে মিসর। ফাইনালে হেরে গেলেও আলাদা ভাবে নজর কেড়েছেন মিসরের গোলরক্ষক আবু গাবাল (গাবাস্কি)। সাদিও মানের পেনাল্টি রক্ষার পর পুরো ম্যাচে সব মিলিয়ে ছয়টি সেইভ দিয়েছেন আবু গাবাল। টাইব্রেকারেও ঠেকিয়েছেন একটি শট।
যে কারণেই ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মিসরের এই গোলরক্ষক।
ফাইনাল ম্যাচের সাত মিনিটে সাদিও মানের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে রক্ষা করেন মিসরকে। এরপর আরো ছয়বার মিসরকে বাঁচান এই গোলরক্ষক। নজরকাড়া তিনটি সেইভ দিয়েছেন অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুর মিনিটে দুর্দান্ত সেইভে মিসরকে বাঁচান আবু গাবাল। অফসাইড ফাদ ভেঙ্গে মিসরের দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন আহমাদু বাম্বা, খানিকটা কোনাকুনি ভাবে তার নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবু গাবাল।
১০০ মিনিটের সেইভ ছিল দুর্দান্ত। আহমাদু বাম্বার লাফিয়ে উঠা হেড বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। ১১৪ মিনিটে আবারো মিসরের ত্রাতা হয়ে এসেছিলেন আবু গাবাল। এবারো সেই আহমাদু বাম্বার নেওয়া বুলেট গতির শট দক্ষতার সঙ্গে প্রতিহত করে দেনে এই গোলরক্ষক। তবে টাইব্রেকারে একটি শট ঠেকালেও দলকে বাঁচাতে পারেননি আবু গাবাল। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আবু গাবালের মিসরকে। এবারের নেশনস কাপে চার ম্যাচ খেলে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। গ্রুপ পর্বের দুই ম্যাচে খেলেননি আবু গাবাল।