স্পাইওয়্যার পেগাসাস নিয়ে ইসরায়েলে ঝড়

নিজ দেশের কম্পানির তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস নিয়ে  তোপের মুখে ইসরায়েলের পুলিশ। নতুন অভিযোগে বলা হচ্ছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে, শীর্ষ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়ি পাততে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে ইসরায়েলি পুলিশ।

 ইসরায়েলের স্থানীয় সংবাদপত্র ক্যালকালিস্ট গতকাল সোমবার তাদের এক প্রতিবেদনে এ কথা বলেছে। এর প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘বিষয়টি খুবই গুরুতর। ’  পেগাসাসকে তিনি সন্ত্রাসবাদ ও বড় অপরাধের বিরুদ্ধে এক বড় হাতিয়ার আখ্যা দেন তিনি। তবে ইসরায়েল নাগরিক কিংবা সরকারি কর্মকর্তাদের ফোনে আড়ি পাতার জন্য এটি তৈরি করা হয়নি বলেও মত দেন বেনেট। তিনি বলেন, ‘তাই আসলে ঠিক কী ঘটেছে তা আমাদের জানতে হবে। ’ সূত্র: এএফপি।

LEAVE A REPLY