শাহরুখ খানঅ
লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের মোনাজাতের একটি ভিডিও সামনে আসার পরই বিতর্ক শুরু। মোনাজাতের পর মুসলিম রীতি অনুযায়ী ফুঁ দেন শাহরুখ।
বিষয়টিকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে অনেকে দেখলেও কিছু মানুষ লতার মৃতদেহে থুতু ছিটানোর অভিযোগ করেন। বিশেষ করে এ নিয়ে বিতর্ক উসকে দেন বিজেপি নেতা অরুণ যাদব।
মূল ঘটনা না জেনেই অভিনেতাকে আক্রমণ করেন অনেকে। তবে বলিউড সহকর্মীরা পাশে দাঁড়িয়েছেন অভিনেতার।
অভিনেত্রী-রাজনীতিবিদ উর্মিলা মাতণ্ডকর হতবাক এই ঘটনা নিয়ে বিতর্ক হওয়ায়, ‘আমাদের সমাজের এতটা অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। রাজনীতি এত নিচে নেমেছে দেখে দুঃখ হয়। ’
অভিনেত্রী ভূমি পেদনেকরও ইনস্টাগ্রামে শাহরুখের প্রার্থনার ছবি দিয়ে ভালোবাসার ইমোজি দেন।
শাহরুখ নিজে অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।