বিরিশিরিতে শুটিং মেলা

বিরিশিরির খোলা প্রান্তরে পরিচালক শাহীন সুমন ও চন্দন চৌধুরী কলাকুশলীদের নিয়ে লোকেশন দেখে নিচ্ছেন, কে কোথায় শুটিং করবেন।

বিরিশিরির খোলা প্রান্তরে পরিচালক শাহীন সুমন ও চন্দন চৌধুরী কলাকুশলীদের নিয়ে লোকেশন দেখে নিচ্ছেন, কে কোথায় শুটিং করবেন

রায়হান মুজিব, কমল সরকার, সেলিম আজম—তিনজনই পুরনো পরিচালক। তাঁদের সঙ্গে যোগ হয়েছেন চন্দন চৌধুরী, রহিম বাবু, মিজানুর রহমান লাবু, রিয়াজুল রিজু ও জাফর আল মামুন। গতকাল এই আট পরিচালকের আট ছবির ১৫ গানের শুটিং শুরু হয়েছে নেত্রকোনার বিরিশিরির বিভিন্ন লোকেশনে। সাঈফ খান কালু, ইরান, মঞ্জু, জাকির ও মাইকেল বাবুর নৃত্য পরিচালনায় গানগুলোতে অভিনয় করছেন সাঈফ খান, আঁচল, শিপন মিত্র, তাসনিম ফারিয়া, তানভীর তনু, তানহা মৌমাছিসহ কয়েকজন শিল্পী।

kalerkantho

চলছে গানের শুটিং

পরিচালক চন্দন চৌধুরী মুঠোফোনে বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করেছি। এর আগে আমরা ছয়টি ছবির [‘হিমুর বসন্ত’, ‘মাফিয়া’, ‘এক পশলা বৃষ্টি’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘মন যারে চায়’ ও ‘যার নয়নে যারে লাগে ভালো’] শুটিং করতে বিরিশিরিতে এসেছিলাম। এবার নতুন আরো আটটি ছবির গানের শুটিং করতে এলাম। একসঙ্গে শুটিং করার মজাই আলাদা। একটা সময় এফডিসির প্রতিটি ফ্লোরে শুটিং হতো। আমরা এক ইউনিট থেকে আরেক ইউনিটে যেতাম, আড্ডা দিতাম, অনেক হাসিঠাট্টা করতাম। অনেক দিন পর সেই আমেজ ফিরে পেলাম বিরিশিরি এসে। এখানে চিত্রগ্রাহক, ব্যবস্থাপক, প্রডাকশন বয়, ট্রলি বয়, বাবুর্চিসহ ১০০ জনেরও বেশি কলাকুশলী রয়েছেন। সবাইকে নিয়ে আমাদের একটা ইউনিট। একসঙ্গে কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি—এ যেন অন্য রকম ভালো লাগা। ’

নতুন এই আট ছবির নাম ‘চাঁদনী’, ‘ফেসবুক’, ‘কন্ট্রাক্ট ম্যারিজ’, ‘গিরগিটি’, ‘প্রেমের পৃথিবী’, ‘তুমি আমি’, ‘কলিজাতে দাগ লেগেছে’ ও ‘পরী তোমার জন্য’।

‘চাঁদনী’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর ছবি পরিচালনায় ফিরেছেন রায়হান মুজিব। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে এতগুলো ছবির শুটিং করছি জেনে অনেকেই অবাক হবেন। কারণ গত এক দশকে এমন দৃষ্টান্ত নেই। আটজন পরিচালক আটটা ছবি নিয়ে একই লোকেশনে শুটিং করছেন, এটা বিরল ঘটনা। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং চলবে। আশা করছি, ভালোয় ভালোয় সব শেষ করতে পারব। ’

LEAVE A REPLY