মনোনীত অ্যামি অ্যাডামস, ব্রুস উইলিসঅ
হলিউডে এখন পুরস্কারের মৌসুম। বাফটা, অস্কার থেকে গ্র্যামি- কে কোন পুরস্কার পাচ্ছেন জানতে তর সইছে না ভক্তদের। তারকারাও কি অপেক্ষায় নেই? তবে এমন এক পুরস্কার আছে যা কেউ পেতে চায় না!
যার কেতাবি নাম গোল্ডেন র্যাস্পবেরি অ্যাওয়ার্ডস হলেও এটিকে ‘রেজ্জি অ্যাওয়ার্ডস’ নামেই চেনে সবাই। এই পুরস্কারে নাম ঢুকে যায় কি না তা নিয়ে আতঙ্কে থাকেন অনেক তারকাই।
৭ ফেব্রুয়ারি ঘোষণা হয়েছে এবারের রেজ্জি মনোনয়ন। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের বাজে পারফরম্যান্সগুলো মনোনীত হয়েছে।
চলুন দেখে নিই বিভিন্ন ক্যাটাগরির মনোনয়ন :
বাজে ছবি
ডায়ানা দ্য মিউজিক্যাল
ইনফিনিট
কারেন
স্পেস জ্যাম—আ নিউ লেগাসি
দ্য ওম্যান ইন দ্য উইনডো

বাজে অভিনেতা হিসেবে মনোনীতদের মধ্যে আছেন মার্ক ওয়ালবার্গও
বাজে অভিনেতা
স্কট ইস্টউড [ডেনজারাস]
রো হার্টর্যাম্পফ [ডায়ানা দ্য মিউজিক্যাল]
লিবর্ন জেমস [স্পেস জ্যাম—আ নিউ লেগাসি]
বেন প্লাট [ডিয়ার ইভান হ্যানসেন]
মার্ক ওয়ালবার্গ [ইনফিনিট]
.jpg)
বাজে অভিনেত্রী ও বাজে পার্শ্ব-অভিনেত্রী দুই ক্যাটাগরিতেই আছেন অ্যামি অ্যাডামস
বাজে অভিনেত্রী
অ্যামি অ্যাডামস [দ্য ওম্যান ইন দ্য উইনডো]
জিনা ডি ওয়াল [ডায়ানা দ্য মিউজিক্যাল]
মেগান ফক্স [মিডনাইট ইন দ্য সুইচগ্রাস]
টারায়ান ম্যানিং [কারেন]
রুবি রোজ [ভ্যানকুইশ]

বাজে অভিনেত্রী ক্যাটাগরিতে আছেন মেগান ফক্সও
বাজে পরিচালক
ক্রিস্টোফার অ্যাসলি
স্টিফেন চবস্কি
কোক ড্যানিয়েলস
রেনি হারলিন
জো রাইট

ব্রুস উইলিসের নামে বিশেষ ক্যাটাগরি চালু হয়েছে রেজ্জিতে
এবারের অস্কারে যোগ হয়েছে বিশেষ ক্যাটাগরি, সেটা অভিনেতা ব্রুস উইলিসের নামে। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছে ২০২১ সালে করা অভিনেতার আট ছবি।
এ ছাড়া পরিচিতদের মধ্যে বেন অ্যাফ্লেক, মেল গিবসন, জেডার লোটে পেয়েছেন বাজে পার্শ্ব-অভিনেতার মনোনয়ন।
রেজ্জি মূলত ব্যঙ্গাত্মকধর্মী পুরস্কার, ঠিক অস্কারের বিপরীত। পুরস্কার ঘোষণাও হয় অস্কারের আগের দিন। এবারের রেজ্জি যেমন দেওয়া হবে ২৬ মার্চ। প্রথম রেজ্জি দেওয়া হয় ৪০ বছর আগে ১৯৮১ সালের ৩১ মার্চ।
অভিনেতাদের মধ্যে সিলভেস্টার স্ট্যালোন চার দশকে সর্বোচ্চ দশবার রেজ্জি জিতেছেন। অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন ম্যাডোনা, নয়বার।

রেজ্জি গ্রহণ করেন হলি বেরি
এ পর্যন্ত তিনজন একই সপ্তাহে রেজ্জি ও অস্কার জিতেছেন। এরা হলেন সুরকার অ্যালান মেনকেন, পরিচালক ব্রায়ান হেলগেল্যান্ড ও অভিনেত্রী সান্দ্রা বুলক।
রেজ্জি কোনো গর্বের পুরস্কার নয়, তাই এ পুরস্কার কেউ গ্রহণ করেন না সাধারণত। তবে ব্যতিক্রমও আছে, হলি বেরি নিজের রেজ্জি গ্রহণ করেছিলেন!
সূত্র : ভ্যারাইটি