ব্যাটিং নিয়ে চিন্তিত না, এমনটা হতেই পারে : শান্ত

চলতি বিপিএলে ব্যাট হাতে খুব নাজুক অবস্থায় আছেন নাজমুল হোসেন শান্ত। ধুঁকে ধুঁকে ব্যাট করছেন। ফরচুন বরিশালের হয়ে ৮ ম্যাচের ৭ ইনিংসে ব্যাট করে তাঁর সংগ্রহ ১৩৫ রান। গড় ১৯.২৮।

এর মাঝে একটিমাত্র ইনিংস ৪০ ছাড়ানো। খুলনা টাইগার্সের বিপক্ষে ওই ম্যাচে তিনি ৪০ বলে ৪৫ করেছিলেন। বাকিগুলোতে তাঁর স্ট্রাইক রেটের অবস্থা করুণ। তবে নিজের এই ফর্ম নিয়ে চিন্তিত নন নাজমুল হোসেন শান্ত।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, আমার কাছে মনে হয় না (চিন্তার কিছু আছে)। কারণ টি-টোয়েন্টিতে এমন হতেই পারে। তবে আমি এখনো আত্মবিশ্বাসী আছি যে, একটা-দুইটা ভালো ইনিংস আমার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। কিন্তু এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। আর যখনই সুযোগ থাকে চেষ্টা করি দলের জন্য বোলিং করার। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ‘

সিলেট সানরাইজার্সের বিপক্ষে বরিশালের সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি শান্তকে। তবে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব। এই সুযোগ কাজে লাগিয়ে শান্ত ৪৯ বলে ৯০ করা কলিন ইনগ্রামকে ফেরানোসহ মাত্র ২ রানে ২ উইকেট নেন। পার্টটাইম বোলার হিসেবে শান্ত ডানহাতি অফস্পিন করেন। তাঁর দলেই আছেন সাকিবের মতো বিশ্বসেরা স্পিনার।

তবে নাজমুলের বোলিং নিয়ে এখনো ততটা পরিকল্পনা নেই। তিনি ব্যাটিংয়েই জোর দিতে চান। বোলিং নিয়ে সাকিব সাজেশন দেন কি না- এমন প্রশ্নে শান্ত বলেন, ‘সাজেশন বলতে ওই রকম কিছু না। আমার ওপর তার কনফিডেন্ট আছে যে আমি ভালো করতে পারি। আমার সামনে যখনই সুযোগ আসে তখনই চেষ্টা করি ভালো করার। বোলিং নিয়ে আমার যে খুব পরিকল্পনা আছে সে রকম না। ‘

LEAVE A REPLY