বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে পেস বোলিং কোচ নেই। ওটিস গিবসনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। সম্প্রতি শোনা যাচ্ছিল শন টেইটের নাম। কিন্তু বিসিবি তাঁকে নিয়োগ দেওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড টেইটকে একরকম ‘ছিনতাই’ করে নিয়ে গেছে।
এ ছাড়া শোনা যাচ্ছে লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাসের নাম। কিন্তু আসলে কে নিয়োগ পাচ্ছেন?
চামিন্দা ভাসকে নিয়ে ‘ধীরে চল’ নীতি গ্রহণ করেছে বিসিবি- এমনটাই জানালেন জাতীয় দলের ‘টিম লিডার’ খালেদ মাহমুদ সুজন। তিনি আজ সাংবাদিকদের বলেন. ‘আসলে আমরা এই জায়গা নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তাড়াহুড়ার কাজ ভালো হয় না। চামিন্দা ভাসের নাম আসছে… চামিন্দা নিঃসন্দেহে অনেক বড় বোলার ছিলেন। কিন্তু কোচ হিসেবে তিনি কেমন করবেন সেটা এখনো প্রমাণিত না। যদিও তিনি কোচিং করাচ্ছেন। কথা হচ্ছে। তবে তাড়াহুড়া করা ভালো হবে না। এটা আমার মন্তব্য। ‘
ভাসের কোচিং পর্যবেক্ষণ করতে যে সময় লাগবে- সুজনের কথায় তা পরিষ্কার। তাই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে একাধিকবার সুজনের মুখে শোনা গেছে আরেক শ্রীলঙ্কান চাম্পাকা রামানায়েকের নাম, ‘চাম্পাকা অনেক দিন ধরে কাজ করছে বাংলাদেশের বোলারদের সাথে। যত ইয়াং স্টাররা বের হচ্ছে, চাম্পাকার সঙ্গে কোনো না কোনো সময় কাজ করেছে। তাই চাম্পাকা এই মুহূর্তে শর্ট টার্মের জন্য সমাধান হতে পারে। তবে লং টার্মের জন্য আমরা এমন কাউকে নিতে চাই, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ফল বয়ে আনবে। ‘