প্রিন্স কেন চলে গেল জানি না : সুজন

ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্স বাংলাদেশে চলে আসার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। বিসিবি তাঁকে যে আর ব্যাটিং কোচ হিসেবে রাখবে না, তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। গতকাল ৯ ফেব্রুয়ারি প্রিন্সের পদত্যাগের খবর জানায় বিসিবি।

প্রিন্স কি শুধু নিজের ভবিষ্যতের কথা ভেবেই পদত্যাগ করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? প্রশ্নটা করা হয় জাতীয় দলের ‘টিম লিডার’ তথা ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজনকে।

এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এইটা আমি জানি না। আমি জানি যে, সে পদত্যাগ করছে। রিজাইন লেটার পাঠিয়েছ বোর্ডে। আমি শিওর না কেন…। ‘

তবে নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে নিয়ে খুব আশাবাদী সুজন, ‘সিডন্স তো পরীক্ষিত কোচ। অন্যতম সেরা ব্যাটিং কোচ। এটা তরুণ ক্রিকেটারদের জন্য খুব কাজে দেবে। আমাদের যেসব আপকামিং তরুণরা আছে…। সে (সিডন্স) বিপিএলের খেলা দেখছে। ছেলেদেরকে দেখছে। যেটা হয়, আমাদের ছেলেদের অ্যাটিচ্যুড কী… এই ফরম্যাটে কী অ্যাটিচ্যুড নিয়ে ব্যাট করছে, এটাই সে দেখছে। সে যেহেতু আগে আসছে, তামিমদের সঙ্গে কাজ করেছে, আমার মনে হয় সিডন্স যখন দলের সাথে কাজ করবে দারুণ একটা ব্যাপার হবে। ‘

LEAVE A REPLY