ভারত তার নিজের দেশ নয়। তবে সেই দেশের মাটিতেই ক্যারিয়ারের সেরা অর্জনটি পেয়েছিলেন ক্যারিবীয় অল-রাউন্ডার কার্লোস ব্রাফেট। ২০১৬। ইডেন গার্ডেন্সে ধারাভাষ্যকার চেঁচিয়ে বলছিলেন ‘রিমেম্বার দ্য নেম- কার্লোস ব্রাফেট’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের বলে পরপর চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন তরুণ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ দলের সেই সেলিব্রেশনের সাক্ষী ছিল ক্রিকেটের নন্দনকানন।
৮ বছর পর ব্রাফেটের সংসারে এসেছে কন্যাসন্তান। সেদিন ধারাবাষ্যকার যার নাম-টা মনে রাখতে বলেছিলেন, তাকে যেমন মনে রেখেছে ক্রিকেটবিশ্ব, তেমনই সেই কার্লোস ব্রাফেট মনে রেখেছেন তার স্বপ্নের সেই রাতের মঞ্চকে। তাই তিনি মেয়ের নাম রেখেছেন ‘ইডেন’। হ্যাঁ, কলকাতার ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রাখার সুখবর সোশাল মিডিয়ায় নিজেই দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
গত ৬ ফেব্রুয়ারি তার মেয়ে হয়েছে। কিন্তু তার নাম ও ছবি প্রকাশ করতে একটু দেরিই করেছেন ব্রাফেট। যেখানে বিশ্বের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন নবজাতক ইডেন রোস ব্রাফেটকে। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক মহাতারকা জন্টি রোডস তার মেয়ের নাম রেখেছিলেন ‘ইন্ডিয়া’। অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারও এক মেয়ের নাম রেখেছেন ‘ইন্ডি’।