অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

ঘরের মাঠে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলের মোকাবেলা করার জন্য শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ পেসার নাসিম শাহের। মূল দলে জায়গা হয়নি অভিজ্ঞ ইয়াসির শাহেরও। যদিও তিন তারকাকেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে বাবর আজমদের। অ্যাশেজজয়ী অস্ট্রেলিয়ার সামনে নিশ্চিতভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটা পাকিস্তানের কাছে সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৪-৮ মার্চ প্রথম টেস্ট খেলা হবে রাওয়ালপিণ্ডিতে। পরের দুটি টেস্ট আয়োজিত হবে যথাক্রমে করাচি ও লাহোরে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ মার্চ। তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খান, সউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

রিজার্ভ : কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।

LEAVE A REPLY