খেলোয়াড়দের প্রতি ক্ষুব্ধ মরিনহো বললেন ‘তৃতীয় বিভাগে গিয়ে খেলো’

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হারার পর খেলোয়াড়দের প্রতি ক্ষুব্ধ মনোভব প্রকাশ করেছেন এএস রোমার কোচ হোসে মরিনহো। ম্যাচে বাজে পারফরম্যান্স ও পায়ে বল রাখতে না পারার কারণে দলের খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই পর্তুগিজ কোচ। খেলোয়াড়দের ওপর রেগে বলেই বসলেন, ‘কাছে বল রাখতে না পারলে সিরি’আর তৃতীয় বিভাগে গিয়ে খেলা। ‘ 

কোচিং ক্যারিয়ারে এর আগেও খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝেড়েছেন মরিনহো।

বিজ্ঞাপনএবার যেন একটু বেশি রাগ প্রকাশ করলেন স্পেশাল ওয়ান। ইতালিয়ান পত্রিকা কোরিয়ের দেল্লো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না কেন তারা ইন্টারের সঙ্গে মুখোমুখি হয়ে খেলেছে এবং আমি জানতে চাই কেন এসি মিলানের সঙ্গেও এমন খেলেছিল। আমি জানতে চাই কেন আপনি দুই বছর ধরে বড় দলের বিরুদ্ধে একটি ছোট দলের মতো আচরণ করছেন? আমরা যদি ছোট দল হই, রেফারিরা আমাদের ছোট চোখেই দেখবে!’

তিনি আরো বলেন, ‘তারা (বড় দল) রোমাকে একটি বাচ্চার মতো গ্রহণ করে। ইন্টার একটি দারুণ দল, আপনি তাদের সামনে ছিলেন এবং তাদের সামনে যাওয়ার পরিবর্তে, আপনি নিজেই…। একজন খেলোয়াড়ের বড় ত্রুটি হলো যদি তার পায়ে বল না থাকে। আপনি কি এ ধরনের ম্যাচকে ভয় পান? তাহলে সিরি’আর তৃতীয় বিভাগে যান, যেখানে আপনি কখনোই চ্যাম্পিয়ন, সেরা স্টেডিয়াম বা দুর্দান্ত ফুটবল খেলে এমন দল খুঁজে পাবেন না। একজন মানুষের জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যার কাছে বল নেই। ‘

গত বছরের জুলাইয়ে রোমার দায়িত্ব নেন এই পর্তুগিজ। তাঁর অধীনে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছে ইতালিয়ান ক্লাবটি। এর মধ্যে জয় ১৯, হার ১১ এবং ড্র চারটিতে। ইতালিয়ান লিগে ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান সপ্তম স্থানে।

LEAVE A REPLY