তরুণ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানের দিনকাল ভালো কাটছে না। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই। বিপিএলে ব্যাটে ঝড় তোলা তো দূরের কথা, ধীর গতিতে ৫-৭ রান করে আউট হয়ে যাচ্ছেন। বাড়ছে সমালোচনা।
এর মাঝে আরও খারাপ খবর এলো তার জন্য। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে এই কাণ্ড ঘটান ফরচুন বরিশালের সোহান। ১৯৯ রান তাড়ায় নেমে কলিন ইনগ্রামের ব্যাটে ভালোই এগোচ্ছিল সিলেট। সাকিব আল হাসানের করা ইনিংসের ১৪তম ওভারে রবি বোপারার ব্যাট ফাঁকি দিয়ে একটি বল যায় সোহানের কাছে। বল গ্লাভসে জমাতে পারেননি সোহান। কিন্তু বল তার প্যাডে লেগে লাগে সরাসরি স্টাম্পে।
ওই বলটি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে হাঁকিয়েছিলেন সিলেট অধিনায়ক বোপারা। তাই স্টাম্পিংয়ের আবেদন হয়। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ার কল করতে একটু সময় নিচ্ছিলেন। তখন সোহান অনেকটা তেড়ে যাওয়ার মতো করে তাকে হাত দিয়ে থার্ড আম্পায়ার কল করার ইশারা দেন। পাশাপাশি আপত্তিকর শরীরী ভাষায় কিছু কটু কথা বলেন। ফিল্ড আম্পায়াররার তার বিরুদ্ধে অভিযোগ করেন। তবে ম্যাচ রেফারি রকিবুল হাসানের দেওয়া শাস্তি সোহান মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।