রিয়াল ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার, শঙ্কায় রামোস

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে আগামী ১৬ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। এই ম্যাচকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। প্রায় দুই মাসেরও অধিক সময়ের পর ইনজুরি কাটিয়ে বৃহস্পতিবার পিএসজির অনুশীলনে ফিরেছেন এই ৩০ বছর বয়সী ফুটবলার। পিএসজির সর্বশেষ ১২ ম্যাচ মাঠের বাইরে বসে দেখেছেন তিনি।

গত বছরের ২৮ নভেম্বর পিএসজির জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। সে ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন এই ব্রাজিলিয়ান।

ইনজুরি কাটিয়ে পূর্ণ ফিট না হলেও পিএসজির অনুশীলনে ফিরেছেন নেইমার। তাঁর লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে মাঠে নামা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে রেনের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাউরো পচেত্তিনো কথা বলেছেন নেইমারকে নিয়ে, ‘সে একজন দারুণ খেলোয়াড়, যে সব সময় বড় ম্যাচে খেলতে চায়। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়, যে এর আগেও ইনজুরিতে পড়েছে। এ ধরনের পরিস্থিতি পরিচালনা করতে এবং নিজের মধ্যে সেরাটি ফিরিয়ে আনতে তার সক্ষমতা রয়েছে।  আমরা অপেক্ষা করব এবং আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব, সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন কি না। ‘

এদিকে এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন সার্জিও রামোস। মৌসুমের শুর থেকেই ভুগছেন ইনজুরিতে। সব মিলিয়ে পিএসজির জার্সিতে খেলেছেন পাঁচ ম্যাচে ২৮৪ মিনিট। বর্তমানে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি, তাই নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।

LEAVE A REPLY