শুরু হলো সাকিব-তামিমের লড়াই

একটা সময় ছিল, বাংলাদেশের ক্রিকেটে তাদের বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়েছিল। দুজনেই বড় তারকা, তাদের বন্ধুত্ব দেখে আনন্দিত হতেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু যে কোনো কারণেই হোক সেই বন্ধুত্বে এখন চিড় ধরেছে। দুজন মাঠে নামলেই যেন ব্যক্তিগত মতনৈক্যের বিষয়টি প্রতীকী হয়ে দেখা দেয়।

বিপিএলের মঞ্চে আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন তামিম ইকবালের মিনিস্টার গ্রুপ ঢাকা।

মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে মাহমুদউল্লাহর দল। ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। দুই দলই ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুই নম্বরে আছে। বাকি দুটি জায়গায়র জন্য লড়ছে মিনিস্টার গ্রুপ ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জা্র্স এবং খুলনা টাইগার্স। ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে মিনিস্টার ঢাকা লড়াইয়ে এগিয়ে আছে। আজই তাদের শেষ ম্যাচ। যে ম্যাচটি জিতলে ঢাকার প্লে অফ নিশ্চিত হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে ঢাকা।  আগের ম্যাচের সেরা খেলোয়াড় আরাফাত সানির পাশাপাশি বাদ পড়েছেন ইমরানুজ্জামান। তাদের জায়গায় এসেছেন বাঁহাতি ব্যাটার নাইম শেখ ও ডানহাতি পেসার শফিউল ইসলাম। এছাড়া আজকের ম্যাচেও একাদশে নেই পিঠের ব্যথায় কাতর মাশরাফি বিন মুর্তজা। বরিশাল অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। আজকের ম্যাচ হেরে গেলেও তাদের ক্ষতি নেই। আর ঢাকা জিতে গেলে তাদের প্লে অফ নিশ্চিত হবে।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: তামিম ইকবাল, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কাইস আহমেদ, ফজলহক ফারুকি, শুভাগত হোম, আহমেদ ওমরজাই, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

LEAVE A REPLY