আইপিএল মেগা নিলাম : কেন দেখা যাচ্ছে না প্রীতি জিনতাকে?

প্রীতি জিনতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের [আইপিএল] নিলাম হচ্ছে আজ। ভারতের বেঙ্গালুরুর মেগা নিলামে হাজির হয়েছেন ফ্রাঞ্চাইজি কর্তারা। তবে তাদের মধ্যে নেই বলিউড অভিনেত্রী ও আইপিএল টিম কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতা।  

নিজের দলের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত প্রীতি, নিলামে থাকেন প্রতি বছরই।

হাজির থাকেন মাঠেও। কিন্তু সকালে টিভিতে অভিনেত্রীকে না দেখে অনেকেই বিস্মিত।

kalerkantho

টিভিতেই নিলাম দেখছেন প্রীতি

তবে নিজে না থাকার কারণ আগেরদিনই খালাসা করেন অভিনেত্রী। গেল বছরের নভেম্বরেই মা হয়েছেন প্রীতি।

সদ্যোজাত সন্তানের সঙ্গে থাকতেই নিলামে হাজির নেই তিনি।

এ প্রসঙ্গে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‌’ছোট সন্তানকে রেখে এখন ভারতে গিয়ে নিলামে অংশ নিতে পারছি না। ‘

সূত্র : বলিউড হাঙ্গামা

LEAVE A REPLY