মধুমিতায় ফিতা কেটে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর প্রথম শো উদ্বোধন করছেন প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির নেতারা।
গতকাল দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ঢাকার মধুমিতা হলে ছবির প্রথম শো দেখেছেন বাংলাদেশের চলচ্চিত্র সংগঠনগুলোর প্রধান তিনটি—প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সাবেক ও বর্তমান সভাপতিরা। শো-টি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি অনেক ভাগ্যবান। জানি না শেষ কবে ছবি মুক্তিতে এমন মিলন মেলা বসেছিল। চলচ্চিত্রের প্রধান তিনটি সংগঠনের সভাপতিরা আমার ছবি দেখেছেন হলে গিয়ে। কোনো প্রিমিয়ার ছিল না, তাঁরা সাধারণ দর্শকদের সঙ্গে বসেই ছবিটি দেখেছেন। ’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির একটি দৃশ্যে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।
এরমধ্যে ছবিটির হল রিপোর্ট ভালো আসছে। করোনার চোখ রাঙানি এড়িয়ে অনেক দর্শকই সিনেমা হলে ভিড় জমিয়েছেন ছবিটি দেখতে। এতে ভীষণ খুশি পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘দর্শক ছবিটি পছন্দ করছেন। অনেকেই বলছেন এই ছবি দিয়ে দর্শক আবার হলমুখি হতে শুরু করেছে। আমি সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ আরটিভিকে। তাঁরা আমার ওপর ভরসা করে ছবিটিতে বিনিয়োগ করেছে। ’