মুস্তাফিজ এবার দিল্লি ক্যাপিটালসে

আইপিএলের পঞ্চদশ আসরের নিলামে প্রথম দিনেই দল পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত আসরে রাজস্থান রয়্যালসে খেলা ফিজের গন্তব্য এবার দিল্লি ক্যাপিটালস। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই ফিজকে দলে ভিড়িয়েছে তারা। নিলামে দিল্লিই প্রথমে বিড করে।

তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।  

পেসারদের শ্রেণিতে মুস্তাফিজের নাম উঠেছিল সবার পরে। যে কারণে তাকে ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে নিয়ে কাড়াকাড়ি ছিল না।  এই সুযোগে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতেই মুস্তাফিজকে দলে পেয়ে গেল দিল্লি ক্যাপিট্যালস।  আইপিএলে এ নিয়ে চতুর্থ দলে খেলার স্বাদ পেতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন।

মেগা নিলামের দিন দুপুরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছিলেন সাকিব আল হাসান দল না পাওয়ায়। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া বিশ্বসেরা অল-রাউন্ডারকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। আইপিএলৈর নিয়মিত মুখ সাকিবের আশা অবশ্য শেষ হয়ে যায়নি। আগামীকালও তার দল পাওয়ার সুযোগ আছে।

LEAVE A REPLY