বিরক্ত রুবেল, পদ ছেড়ে দিতে চান রিয়াজকে

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক যেন থামছেই না। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে আইনি লড়াই। এরই মধ্যে অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার একই প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তিনি এখনো পদত্যাগ না করলেও এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান।

পদত্যাগ প্রশ্নে এই নায়ক গণমাধ্যমকে বলেন, ‘সমিতির নির্বাচনের পর থেকে নোংরামি দেখে বিরক্ত হয়ে গেছি। অনেক বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি না আগামীকাল আদালতে কে জয়ী হবে। তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। কেউ যেন বলতে না পারে, তার কারণে পদত্যাগ করেছি। দু’একদিনেই মধ্যে চিঠি পাঠিয়ে দেবো। এমন দ্বন্দ্বের মাঝে থাকতে চাই না।’রুবেল আরও বলেন, ‘কোনো কাজ করতে না পারলে পদ আটকে রেখে লাভ কী? সেটা ঠিক হবে না। আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে দিতে চাই। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। সে কিন্তু বেশ কিছু রাষ্ট্রীয় সফর করেছে। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে।’ যদিও এ বিষয়ে নায়ক রিয়াজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY