এবার মার্কিন সেনাদের ইউক্রেন ছাড়তে বলল পেন্টাগন

ইউক্রেন থেকে ব্রিটেনের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর এবার গত বছর মোতায়েন করা মার্কিন সেনাদের ওই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, খুব সতর্কতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমাদের কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ইউক্রেনে মার্কিন সেনাদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।একইসঙ্গে ইউক্রেন থেকে ইউরোপের অন্য দেশে তাদের রিপজিসনের নির্দেশও দেয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।

এমন এক সময় এই নির্দেশ দেয়া হলো যখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ প্রায় এক লাখ রাশিয়ান সেনা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং বেলারুশের উত্তরাঞ্চলীয় সীমান্তে জড়ো হয়েছে। 

LEAVE A REPLY