দর্শক ফিরছে বিপিএলে

কভিড পরিস্থিতির কারণে দর্শক ছাড়াই চলছে এবারের বিপিএল। তবে প্লে-অফ পর্বে মাঠে দর্শক ফেরানোর ব্যাপারটি গভীরভাবে ভাবছে বিসিবি। এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ।

ঘরের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজেও সীমিত আকারে প্রবেশাধিকার দিয়েছিল বিসিবি।

তবে ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়ায় বিপিএলে দর্শক প্রবেশ আবার নিষিদ্ধ করে বিসিবি। কিন্তু পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় আসরের প্লে-অফ পর্ব থেকে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তানভীর।

তিনি বলেন, ‘এই ভাবনা প্রাথমিক পর্যায়ে আছে। তবে মাঠে দর্শক আসার ব্যাপারে সহসাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি পাওয়ার আশা করছি। ’ সেটি পেয়ে গেলে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে দর্শক। শেষ পর্বে তিন থেকে পাঁচ হাজার দর্শককে গ্যালারিতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করবে বিসিবি।

LEAVE A REPLY