ভারতের মধ্য প্রদেশের বর্গি খাল প্রকল্পের একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ৯ জন শ্রমিক আটকে পড়ে। তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে কাজ করছে বিপর্যয় মোকাবেলা বাহিনী।
স্থানীয় সরকারি কর্মকর্তারা রাজ্যের জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিইআরএফ) সঙ্গে চেষ্টা করছেন ওই দুই শ্রমিককে দ্রুত উদ্ধারের ব্যাপারে।
এনডিটিভি বলেছে, গতকাল শনিবার বিকেলে সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। এতে মধ্য প্রদেশের কাটনি জেলার সিলমনাবাদে নির্মাণাধীন সুড়ঙ্গে একসাথে ৯ জন শ্রমিক আটকে পড়ে।
ঘটনার পর আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধারে কাজ শুরু করে রাজ্য এসডিইআরএফ এবং স্থানীয় প্রশাসন। কাটনির কালেক্টর প্রিয়ঙ্ক মিশ্র বলেছেন, খবর দেওয়ার পর জাবালপুর থেকে এসডিইআরএফের সদস্যরা এসেছেন।
স্থানীয় নেতারাও উদ্ধার তৎপরতা নজরদারিতে রেখেছেন। সিলমনাবাদের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট সংঘ মিত্র গৌতম বলেছেন, আটকা পড়া শ্রমিকরা উদ্ধারকর্মীদের ডাকে সাড়া দিয়েছেন।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও সিলমনাবাদের ঘটনাকে আমলে নিয়েছেন। কাটনি কালেক্টরের সঙ্গে ফোনালাপে তিনি ঘটনার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।
সূত্র : এনডিটিভি।