বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রিয়ালের

গতরাতে পার্ক দ্যা প্রিন্সেসে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে রাত পার করেছে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে প্রতিপক্ষ পিএসজির পোস্টে বেঞ্জেমা, ভিনিসিয়ুসরা নিতে পারেনি কোনো শট। পুরো নব্বই মিনিট নিজেদের রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। তবুও হয়নি শেষ রক্ষা, এমবাপ্পের ৯৪ মিনিটের গোলে হারের স্বাদ নিয়ে ফিরতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠ বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনালেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ‘এখন ফিরতি লেগ আমাদের মাঠে খেলব। অ্যাওয়ে গোলের নিয়ম নিয়ে কোনো চিন্তা নেই। এটা আমাদের সহায়তা করতে পারে। এটা পরিষ্কার যে, পিএসজি অবশ্যই কিছুটা এগিয়ে আছে।  তবে আমি আশা করি, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার জন্য তা যথেষ্ট নয়। আমি আশাবাদী কারণ, বার্নাব্যুতে আমাদের ১১ জন্য খেলোয়াড় এবং ৫০ হাজার সমর্থক থাকবে। এ কারণেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমি ইতিবাচক। ‘

রিয়াল মাদ্রিদ কোচ কথা বলেছেন গত ম্যাচে দুর্দান্ত খেলা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। ‘সে কার্যত অপ্রতিরোধ্য, আমরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। তাকে আটকাতে মিলিতাও খুব ভালো করেছে কিন্তু এমবাপ্পে সবসময় নতুন কিছু নিয়ে আসতে পারে এবং খেলার শেষ মিনিটে সে সেটা করেছে। ‘

আগামী ৯ই মার্চ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল। অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় কোয়ার্টার ফাইনালে যেতে রিয়াল মাদ্রিদকে জিততে হবে ২-০ গোলে। গতরাতে ১-০ গোলে জেতা পিএসজির ড্র করলেই নিশ্চিত হবে শেষ আট।

LEAVE A REPLY