নিজে নিজে পাওয়ার হিটিং শিখছেন সাকিব

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রসঙ্গ এলেই দেশে কোনো পাওয়ার হিটার না থাকার আক্ষেপটা বড় হয়ে দাঁড়ায়। সাব্বিরের মতো যে দুই-একজনকে নিয়ে স্বপ্ন দেখা হতো, তারা হারিয়ে গেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের দৈনতা। সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে নিজে নিজে কাজ করছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

আজ মিরপুর শেরে বাংলায় ক্রিকেটগুরু তথা ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানে তাকে অনুশীলন করতে দেখা যায়।  

kalerkantho
kalerkantho

সাকিবের পাওয়ার হিটিং অনুশীলন নিয়ে সাংবাদিকদের নাজমুল আবেদিন বলেন, ‘আমার মনে হয় নিয়মিত হওয়াটা খুব জরুরি। ও নিজে নিজে এটা করেছে। খুব কম সময়ের মধ্যে করেছে। এটা থেকে সরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। ওর নিয়মিত হওয়াটা জরুরি। অনুশীলন করা দরকার। ও যেহেতু টি-টোয়েন্টিতে নিয়মিত বড় বড় ইনিংস খেলছে। প্র্যাকটিসটা মাঠেই হয়ে যাচ্ছে। ও যদি না করতো তাহলে এই মুহূর্তে এতো বড় ইনিংস খেলতে পারতো না। ওর কনসিসটেন্সির উপর বেশি মনোযোগ। ও যাতে নিয়মিত স্ট্রাইক রেট ধরে রাখতে পারে। ‘ 

চলতি বিপিএলে দারুণ খেলছেন সাকিব। ব্যাটে-বলে তিনি দুর্দান্ত। ৩৫ ছুঁই ছুঁই বয়সে এমন পারফর্মেন্সের কোথাও ঘাটতি আছে কি? ফাহিমের মতে, ‘ঘাটতি বলব না। পারফেকশনের তো কোনো লিমিট নেই। কিছু কিছু জায়গায় পারফেকশনের অভাব আছে। সেটা ও উপলব্ধি করে। সেগুলো নিয়মিত মাথায় রেখেই ও চলে।   আজকে যে আসলো, সেই পারফেকশনের লক্ষ্য নিয়েই আসছে। কিছুদিনের মধ্যে এমন জায়গায় যাবে, তখন ওকে আমরা খুব কম ভুল করতে দেখব। ‘

LEAVE A REPLY