উত্তেজনা চরমে; মার্কিন নৌবাহিনী প্লেনের মুখোমুখি রুশ যুদ্ধবিমান

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনী প্লেনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। এটিকে রাশিয়ার খুবই ‘অপেশাদার কাণ্ড’ বলে অভিযোগ করেছে পেন্টাগন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাপ্টেন মাইক কাফকা বলেছেন, মার্কিন নৌবাহিনীর পি-৮এ প্লেন ভূমধ্যসাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ছিল। এসময় সেটি রুশ এসইউ-৩৫ যুদ্ধবিমানের মুখোমুখি হয়।মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, বোয়িংয়ের তৈরি পি-৮এ প্লেনটি সাবমেরিনবিধ্বংসী, স্থলযুদ্ধের জন্যেও উপযোগী। এটিকে টহল দেওয়ার পাশাপাশি বিভিন্ন উদ্ধার অভিযানে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

কাফকা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রুশ কর্মকর্তাদের কাছে উদ্বেগ জানিয়েছে। তিনি বলেছেন, এসব ঘটনায় কেউ আহত হননি। কিন্তু এ ধরনের ঘটনায় ভুল বোঝাবুঝি থেকে আরও বিপজ্জনক ফলাফল তৈরি হতে পারে।

পেন্টাগন বলেছে, আন্তর্জাতিক জলসীমা ও আকাশসীমায় আন্তর্জাতিক আইন মেনে নিরাপদে, পেশাগত ও সামঞ্জস্যপূর্ণভাবে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তারা আশা করছে, রাশিয়াও একই কাজ করবে।

LEAVE A REPLY