কোনো ধর্মীয় রীতিতে নয়, শপথ নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন ফারহান-শিবানী

ফারহান আখতার, শিবানী দন্ডেকর

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি  বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দন্ডেকর বিয়ের পিঁড়িতে বসবেন। তার আগে বৃহস্পতিবার হয় মেহেদি, হলুদের মতো নানা প্রাক-বিবাহ আনুষ্ঠানিকতা। যেখানে হাজির ছিলেন ফারহানের মা শাবানা আজমি, ফারহান ও শিবানীর ঘনিষ্ঠ অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

প্রথমে শোনা যায়, মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুই বলিউড-তারকা।

কিন্তু তাঁদের এক বন্ধু জানিয়েছেন অন্য কথা। সেই সূত্র জানায়, ‌‘ওরা খুব সাধারণভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবে ওরা। এরইমধ্যে শপথবাক্যগুলো লেখা হয়ে গিয়েছে দুজনের। ’

kalerkantho

জাভেদ আখতার, শাবানা আজমি, যোয়া আখতারসহ পরিবারের অন্যদের সঙ্গে ফারহান-শিবানী।

অদ্ভুত রীতিতে বিয়ে নিয়ে অবশ্য দুই তারকা বা তাদের ঘনিষ্ঠজনদের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।  

কভিডের কারণে সীমিত করা হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে সারা হবে অনুষ্ঠান। তাঁদের মধ্যে পরিবার-পরিজন ছাড়াও থাকবেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা।

kalerkantho

স্রেফ শপথ নিয়েই বিয়ে সারবেন দুজন।

অতিথিদের আদর-আপ্যায়নে ত্রুটি রাখছেন না বর-কনে। তাঁদের থাকার ব্যবস্থা করেছেন বিলাসবহুল সব বাংলোয়। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

kalerkantho

শিবানী হতে যাচ্ছেন ফারহানের দ্বিতীয় স্ত্রী।

সাজগোজের ক্ষেত্রে চিরাচরিত বলিউডি জাঁকজমক থাকবে না। বিয়ের দিন সকলকে সাদা বা প্যাস্টেলের মতো হালকা রঙের পোশাকে সেজে উঠতে অনুরোধ করেছেন ফারহান-শিবানী। নিজেরাও সাজবেন সাধারণভাবে।

শিবানী হতে যাচ্ছেন ফারহানের দ্বিতীয় স্ত্রী। আগে ২০০০ সাল থেকে ২০১৭ পর্যন্ত অধুনা ভবানির সঙ্গে সংসার করেন ফারহান।  

LEAVE A REPLY