প্রতারণার শিকার সানি

সানি লিওনি

পারমানেন্ট একাউন্ট নাম্বার বা প্যান কার্ড ব্যবহার করে প্রতারণার অভিযোগ এনেছেন সানি লিওনি।
এই বলিউড অভিনেত্রী বলেন, তাঁর প্যান কার্ড ব্যবহার করে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে।

kalerkantho

২০১২ সালে বলিউডে অভিষেক হয় সানির।

ঘটনার বিস্তারিত জানিয়ে গতকাল টুইট করেন সানি।

যেখানে তিনি বলেন, তাঁর কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার টাকা ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য পাওয়া যায়নি।  
তবে রহস্যজনকভাবে কিছুক্ষণ পরই টুইটটি মুছে দেন লিওনি। কী ঘটনা সেটা পরিষ্কার হয় আরো পরে।  

kalerkantho

বাংলাদেশি শিল্পী ঐশীর গাওয়া গানের ভিডিওতে দেখা গেছে সানিকে।

জানা যায়, সানির ঘটনা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা। তাদের সাহায্যে সমস্যার সমাধান মিলতেই আগের পোস্টটি মুছে দেন সানি।  

kalerkantho

পর্দায় আবেদনময়ী উপস্থিতি দিয়ে সাড়া জাগান সানি।

এ প্রসঙ্গে পরে আরেকটি টুইট করে তিনি লেখেন, ‘এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একই ভাবে সাহায্য করবেন। ’

kalerkantho

হিন্দি, বাংলা ছাড়াও মালয়ালম ছবিতে অভিনয় করেন সানি।

এদিকে সানির পোস্টের পর আরেকজন ব্যক্তি অভিযোগ করেন তিনি একই ধরনের সমস্যার মুখোমুখি। তাঁকেও সাহায্যের অনুরোধ করেন সাবেক পর্নো তারকা।  

২০১২ সালে ‘জিসম ২’ দিয়ে বলিউডে অভিষেক হয় সানির। এরপর তাকে দেখা গেছে ‘রাগিনি এমএমএস ২’, ‘এক পেহলি লীলা’ ইত্যাদি ছবিতে।  

LEAVE A REPLY