বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের প্লে অফের প্রথম লেগে ন্যু ক্যাম্পে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথমার্ধে নাপোলিকে এগিয়ে নেয় জিয়েলিন্সকি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে সমতায় ফেরান তোরেস। ২৫ ফেব্রুয়ারি প্লে অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
এই ম্যাচে যারা জিতবে তারাই ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করবে। ২০০৩-০৪ মৌসুমের পর আবারও ইউরোপা লিগ খেলতে আসা বার্সেলোনা ঘরের মাঠে শুরু থেকেই নাপোলিকে চেপে ধরে। বেশ কয়েকবার সুযোগ বানিয়েও তা গোলে রূপ দিতে পারেনি। উল্টো প্রথমার্ধেই গোল হজম করে বসে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা দ্রুতই পেয়ে যায় গোল। আক্রমণের পসরা সাজিয়েও বাকি সময়ে আর পারেনি এগিয়ে যেতে।
সফরকারী নাপোলি দ্বিতীয়ার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের পোস্টে ২২টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র চারটি৷ নাপোলির চার শটের চারটিই ছিল লক্ষ্যে। পঞ্চম মিনিটে দারুণ আক্রমণে যায় বার্সেলোনা। সতীর্থের বাড়ানো বল বক্সের ভেতর থেকে পেদ্রির নেওয়া গতির শট ক্রসবারের খানিকটা ওপর দিয়ে চলে যায়। ১৫ মিনিটে নিকো গঞ্জালের জোরালো শট রুখে দিয়ে নাপোলিকে রক্ষা করেন গোলরক্ষক মেরেত। ২২ মিনিটে সুযোগ পেয়েছিল নাপোলিও। কিন্তু ভিক্টর ওসিমহেনের শট পা দিয়ে ঠেকিয়ে বার্সেলোনাকে রক্ষা করেন আন্দ্রে টার স্টেগান। কর্নার পায় নাপোলি। ২৯ মিনিটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে নাপোলিকে লিড এনে দেন জিয়েলিন্সকি। ডান দিক থেকে এলমাসের নিচু পাস চলমান অবস্থায় জিয়েলিন্সকি বাঁ পায়ের জোরালো শট নিলে তা ফিরিয়ে দেন স্টেগান, কিন্তু ফিরতি বলে কাছের পোস্টের ওপরের দিকে লক্ষ্য ভেদ করেন এই পোলিশ মিডফিল্ডার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে নাপোলি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। গোলও পেয়ে যায় দ্রুত।
৫৯ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস। শেষদিকে একাধিক সুযোগ নষ্ট করায় ম্যাচে এগিয়ে যেতে পারেনি বার্সেলোনা। ৮৮ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে বার্সেলোনাকে হতাশায় ডোবান ফেরান তোরেস। ডান দিকে বল নিয়ে বক্সে ঢোকেন ওসনান দেম্বেলে, দেখেশুনে বল বাড়িয়ে দেন পেদ্রির দিকে, কিন্তু বল নিয়ন্ত্রণে না নিয়ে ব্যাক হিলে তোরেসের দিকে ঠেলে দেন তিনি। অরক্ষিত থাকা তোরেস গোলরক্ষককে একা পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে মারেন।