৩৮ ছোঁয়া টেইলরের ৪৯ বলে সেঞ্চুরি

ছবি : টুইটার

গত মাসেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। রঙিন পোশাকের আরেকটি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকেও পাকাপাকি বিদায় জানিয়ে দেবেন নিউজিল্যান্ডের মহাতারকা রস টেইলর। বয়স ৩৮ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও ধুন্ধুমার ব্যাটিংয়ে সাড়া ফেলে দিলেন এই বর্ষীয়ান ক্রিকেটার।

 নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে তিনি মাত্র ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

আজ শুক্রবার নিউ প্লাইমাউথে অনুষ্ঠিত ফোর্ড ট্রফির ম্যাচটিতে টেইলর খেলেছেন সেন্ট্রাল স্ট্র্যাগসের হয়ে।  ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে তিন নম্বরে নেমে প্রথম বলেই হাঁকান বাউন্ডারি। ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ফিফটি করে ফেলেন। পরের পঞ্চাশ আসে আরও কম সময়ে। ইনিংসের শেষ ওভারে টেইলর ৯৩ রানে অপরাজিত ছিলেন।

সেখান থেকে ন্যাথান স্মিথকে টানা দুই বলে চার ও ছক্কা মেরে পৌঁছে যান তিন অংকে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার ২৬তম সেঞ্চুরি।   ইনিংস শেষে তিনি ৫১ বলে ১৪ চার ও ৫ ছক্কায় ১১১ রান করে অপরাজিত থাকেন। বৃষ্টিতে ২৯ ওভারে নেমে আসা ম্যাচে তার দল ৫ উইকেটে ৩১০ রানের পাহাড় দাঁড় করায়। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে তারা জয় পায় ৪৩ রানে।

LEAVE A REPLY