আফসোসে পুড়ছেন তপু বর্মন

বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করায় এখন মাঠের বাইরে আছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। সুস্থ হয়ে মাঠে ফিরতে তপু বর্মনের যেন অপেক্ষার শেষ নেই। তপু বর্মনের ভাষ্যমতে মাঠে ফিরতে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। ইতিমধ্যে অপারেশনের পর ২৫ দিন পার হয়ে গেছে।

বসুন্ধরা কিংসের ফিজিও আবু সুফিয়ান ও মুম্বাইয়ের চিকিৎসক দিনশো পার্দিওয়ালার নির্দেশনা অনুযায়ী পুনর্বাসনপ্রক্রিয়া চলছে বলে কালের কণ্ঠকে জানান তপু।

তিনি বলেন, ‘এখন পুনর্বাসনপ্রক্রিয়া চলছে, আইসোমেট্রিক করেছি। অল্প অল্প হাঁটাহাঁটি করছি। অপারেশনের পরের এক মাস খুবই গুরুত্বপূর্ণ। বিশ্রাম নিয়ে মাসল প্রস্তুত করতে হয়, আমি সেটাই করছি। এক সপ্তাহ পর থেকে সুইমিং, জিম শুরু করব। ধীরে ধীরে সব কার্যক্রমও শুরু করব। ‘

ইনজুরির কারণে প্রায় এক মৌসুম ক্যারিয়ার থেকে মুছে গেল তপু বর্মনের। এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি, ‘আসলে ক্রীড়াবিদের ইনজুরি হবেই। এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে। ইনজুরি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ইনজুরি থেকে আপনি কত তাড়াতাড়ি ফিরতে পারবেন সেটাই একটা চ্যালেঞ্জ। যদিও এ ধরনের ইনজুরিতে আমি এর আগেও পড়েছিলাম (২০১৮ সালে)। আবার ভালোভাবেই ফিরেও এসেছিলাম। আশা করি, এবারও সুস্থ হয়ে নিজের সেরা ফর্ম ফিরে পাব। ‘

বৃহস্পতিবার নিজেদের গড়া হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ইতিহাস রচনা করেছে বসুন্ধরা কিংস। এই ইতিহাসের অংশ হওয়ার কথা ছিল তপু বর্মনের। কিন্তু ইনজুরি তা হতে দেয়নি। টিভিতেই কিংসের ইতিহাস গড়া ম্যাচ দেখেছেন তপু, যা তাকে আফসোসে পোড়াচ্ছে। ‘হ্যাঁ, আফসোস হচ্ছে যে আমি খেলতে পারলাম না। কাল কিংসের মাঠে ইতিহাস ঘটেছে। আমি অনেক অনেক মিস করেছি। আমার কেমন লেগেছে সেটা আসলে বলে বোঝাতে পারব না। আমি সুস্থ থাকলে হয়তো এই ম্যাচটা খেলতাম। আমার দশ-বারো বছরের ক্যারিয়ারে কোনো ক্লাবের নিজস্ব হোম ভেন্যুতে খেলতে পারিনি। কোনো ক্লাব নিজস্ব হোম ভেন্যু এর আগে বানাতেও পারেনি। কিন্তু কিংস তাই করে দেখিয়েছে। আশা করি, ২২ ফেব্রুয়ারি মাঠে গিয়ে কিংসের ম্যাচ দেখব। ‘

এবারের প্রিমিয়ার লিগের যে ম্যাচগুলো টিভিতে দেখিয়েছে সবগুলোই দেখেছেন তপু বর্মন। অন্যান্যবারের চেয়ে এবারের লিগে প্রতিযোগিতা বেশি বলে মনে করছেন এই ডিফেন্ডার, ‘টুর্নামেন্টে ছোট দলগুলা বেশ ভালো খেলেছিল। কিন্তু লিগে ভালো করতে হলে টানা ম্যাচ জিততে হবে। এখানেই বড় দলগুলার কাছে ছোট দলগুলা পেরে ওঠে না, যদিও তারা বড় দলগুলার সঙ্গে ভালো প্রতিযোগিতা করছে। আমি মনে করি, এবারের লিগে যারা বেশ কয়েকটা ম্যাচ টানা জিতবে তারাই শীর্ষে থাকবে। ‘

মুম্বাইয়ে অপারেশন সম্পন্ন করে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বসুন্ধরা কিংসের ক্লাব ভবনেই ছিলেন তপু বর্মন। তবে কয়েক দিনের ছুটিতে বর্তমানে তিনি নারায়ণগঞ্জে নিজ বাসায় আছেন। ২২ ফেব্রুয়ারি আবারও ক্লাবে যোগ দেবেন দেশসেরা এই ডিফেন্ডার।

LEAVE A REPLY