পাঞ্জাবে রবিবারের বিধানসভা নির্বাচনের আগে সেখানকার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বক্তব্য আর তাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সায় দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর নিন্দা জানান।
গত বুধবার পাঞ্জাবে নির্বাচনী প্রচারকালে চান্নি বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী বঢরা পাঞ্জাবের বৌমা। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লির ভাইয়ারা এখানে এসে রাজত্ব করতে পারবেন না।
’ চান্নির কথায় হেসে হাততালি দেন প্রিয়াঙ্কা। এ ঘটনায় দুজনকেই এফোঁড় ওফোঁড় করে গতকাল প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কংগ্রেস মুখ্যমন্ত্রীর কথা পুরো দেশ শুনেছে। উনার বসই তো দিল্লির লোক। সেই বস উনার পাশেই দাঁড়িয়ে ছিলেন, হাততালি দিচ্ছিলেন। ’ মোদি আরো বলেন, ‘এ ধরনের বিভাজনমূলক মানসিকতার লোককে এক মুহূর্তের জন্যও পাঞ্জাব শাসন করতে দেওয়া উচিত না। ’
শিখ গুরু গোবিন্দ সিংয়ের জয় যে বিহারে সেটা উল্লেখ করেন মোদি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি তাঁকে পাঞ্জাব থেকে ছুড়ে ফেলবেন?’ প্রচণ্ড সমালোচনার মুখে চান্নি গতকাল বলেন, ‘আমি কেবল দুর্গেশ পাঠক, সঞ্জয় সিং আর অরবিন্দ কেজরিওয়ালের মত ব্যক্তিদের কথা বোঝাতে চেয়েছি, যারা বাইরে থেকে এসেছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ’ এ সংক্রান্ত ভিডিও বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে। পাঞ্জাবের উন্নয়নের জন্য যাঁরা রক্ত দিয়েছেন এবং ঘাম ঝরিয়েছেন, তাদের সঙ্গে আমাদের ভালোবাসার বন্ধন রয়েছে, তাদেরকে কেউ আমাদের হৃদয় থেকে সরাতে পারবে না। ’
চান্নির পক্ষ সমর্থন করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘মুখ্যমন্ত্রী চান্নি যা বলেছেন, তার মূল কথা হল পাঞ্জাবের শাসন পাঞ্জাবিদের হাতেই থাকা উচিত। উনার বক্তব্য বিকৃত করা হয়েছে। উত্তর প্রদেশ থেকে এসে কেউ পাঞ্জাব শাসন করতে চাইবেন বলে আমার মনে হয় না। ’
সূত্র: এনডিটিভি