পশ্চিমাদের চিন্তায় রেখেই এবার বড় সামরিক মহড়া তদারকি করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্ট্রাটেজিক ফোর্সের এই মহড়া শনিবার নিজের চোখেই পরখ করবেন তিনি। খবর বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে, ওই মহড়ায় অনান্য সামরিক প্রদর্শনীর পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও শক্তিশালী ক্রুজ ক্ষেপনাস্ত্রও ছোড়া হবে। এছাড়া রুশ বিমান বাহিনী উত্তর ও কৃষ্ণ সাগরে ব্যাপক পারমাণবিক অস্ত্রের মহড়াও দেবে। মস্কোতে পুতিনের সাথে বৈঠকে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোও শনিবারের মহড়ায় উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রুশ মহড়ায় ৩০ হাজার বেলারুশিয়ান সেনাও অংশ নিয়েছে। দুই দেশেরে ওই যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শেষ হবে।