সাইমন সাদিক ও প্রিয়মনি।
ঢাকাই ছবিতে নতুন এক নায়ক-নায়িকা জুটির অভিষেক হতে চলেছে—সাইমন সাদিক-প্রিয়মনি। এক যুগ ধরে অভিনয় করছেন সাইমন, প্রিয়মনির যাত্রা সবে শুরু, মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। দুজনকে পর্দায় জুটি করার ঘোষণা দিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতার নতুন ছবি ‘হাহাকার’-এ অভিনয় করবেন তাঁরা।

ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর কেক কাটা হয়। পরিচালক মানিককে কেক খাইয়ে দিচ্ছেন প্রিয়মনি, আছেন সাইমনও।
সুদীপ্ত সাইদ খানের গল্পের ছবিটির শুটিং শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে, মানিকগঞ্জে।
মানিকের ‘জান্নাত’-এ অভিনয় করেছেন সাইমন। মুক্তির অপেক্ষায় আছে এই পরিচালক-নায়ক জুটির ‘আনন্দ অশ্রু’ ও ‘এতো প্রেম এতো মায়া’। নতুন ছবি ও নায়িকা প্রসঙ্গে সাইমন বলেন, ‘ছবির গল্পটা দারুণ। মানিক ভাইকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এটুকু বলব, তাঁর পরিচালনায় কাজ করাটা সব সময়ই উপভোগ করি। প্রিয়মনি সম্পর্কে যতটা শুনেছি তিনি নতুনদের মধ্যে বেশ ভালো করার চেষ্টা করছেন। আশা করছি আমাদের পর্দা রসায়ন দর্শকের ভালো লাগবে। ’
প্রিয়মনির চার নম্বর ছবি ‘হাহাকার’। প্রথম ছবি রাজু আলীমের ‘ভালোবাসা প্রজাপতি’ এখনো মুক্তি পায়নি। তবে দ্বিতীয় ছবি অনন্য মামুনের ‘কসাই’ মুক্তি পেয়েছে গত বছর। এরপর মাসুদ মহিউদ্দিন ও মাহামুদ হাসান শিকদারের নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, এখানে তাঁর নায়ক জিয়াউল রোশান।
‘হাহাকার’ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়মনি বলেন, ‘মানিক ভাই ও সাইমন ভাই দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক ও অভিনেতা। তাঁদের সঙ্গে কাজ করতে পারলে আমি চলচ্চিত্র ও অভিনয়ের অনেক কিছুই শিখতে পারব। ’