বেলাল খান [ডানে] এ এ রহমান [বামে]
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে মনোনয়ন পান বেলাল খান। কিন্তু যে গানের জন্য বেলাল শ্রেষ্ঠ সংগীত পরিচালক মনোনীত হয়েছেন সেটির প্রকৃত সংগীত পরিচালনা করেছেন বলে দাবি করেছেন মো. আশিকুর রহমানকে (এম এ রহমান)।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেলাল খানের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছেন। যা পরে সরিয়ে নিয়েছেন তিনি।
তবে তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এম এ রহমান। ঐ নোটিশে বেলাল খানের পরিবর্তে সেটি সংশোধন করে মো. আশিকুর রহমানের (এম এ রহমান) নাম শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে ঘোষণা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরকে বলা হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) মো. আশিকুর রহমান (এম এ রহমান) এর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেজবা উদ্দিন শরীফ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ যাকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক করা হয়েছে, উনি সংগীতের বাদ্যযন্ত্রের বিষয়ে কোনো ধারণা রাখেন না। তবু তাকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ঘোষণা করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আদালতে রিট করা হবে বলে জানান মো. আশিকুর রহমানের আইনজীবী। আইনজীবী মেজবাহ উদ্দিন শরীফ লিগ্যাল নোটিশে সচিব বরাবর বলেন, এমতাবস্থায় বেলাল খানের নাম কর্তনপূর্বক আমার মক্কেল এম রহমানের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ রইলো। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন।