শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসের টেস্ট সিরিজের জন্য অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ভারতের টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। মূল কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সঙ্গে বিকল্প হিসেবে রাখা হয়েছে শ্রিকার ভারতকে। এ নিয়ে এমনিতেই মেজাজ খারাপ ঋদ্ধিমানের। তার ওপর এক সাংবাদিকের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট পোস্ট করে দিলেন এই বাঙালি ক্রিকেটার।
যা নিয়ে এখন তোলপাড় চলছে।
ভারতের জাতীয় দল থেকে বাদ পড়ার পর সাংবাদিকরা ঋদ্ধিমানের বক্তব্য পেতে যোগাযোগ করে যাচ্ছিলেন। তাদের মাঝে এক সাংবাদিক কোনো কারণে ঋদ্ধিমানের ওপর বিরক্ত হয়ে বলেন, তিনি আর কখনই তার সাক্ষাতকার নেবেন না! সেই চ্যাটের থ্রেড শেয়ার করে ঋদ্ধিমান সাহা টুইটারে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে এত অবদান সত্ত্বেও তথাকথিত একজন ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের দ্বারা এমন ঘটনার মুখোমুখি হতে হলো! সাংবাদিকতা এই পর্যায়ে পৌঁছে গেছে!’
ঋদ্ধিমানের বাদ পড়ার বিষয়ে ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলেছেন, ‘বয়স এমন কোনো বিষয় নয় যেটায় আমরা খুব বেশি বিশ্বাস করি। কেন ঋদ্ধিমানকে বাইরে রাখা হলো, সেই বিষয়টা পরিস্কার করে বলা ঠিক হবে না। তবে বেশিদিন আর খেলা সম্ভব নয় এমন পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের কথা ভাবতে হয়। তাছাড়া ঋদ্ধিমান কেন রঞ্জিতে খেলছে না, সেটাও জানি না। এটা আমার এখতিয়ারে পড়ে না। এই বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার দেখা উচিত। ‘