চীনের বিরুদ্ধে যুদ্ধবিমানে লেজার রশ্মি ফেলার অভিযোগ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া জাহাজের ছবি প্রকাশ করে বলেছে, লেজার এসেছে চীনা এই জাহাজের একটি থেকেঅ-অ+

চীনের নৌবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তর। তাদের দাবি, চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে লেজার রশ্মি ফেলা হয়েছে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানের ওপর।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটার সময় চীনা জাহাজটি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের আরাফুরা সাগরে ছিল।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কাজের কারণে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

অপেশাদার এবং অনিরাপদ সামরিক আচরণের তীব্র নিন্দাও জানানো হয়েছে।

তবে চীনা কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অস্ট্রেলিয়ার দাবি, চীনা আচরণের ফলে তাদের বিমানের একজন ক্রু গুরুতর অবস্থায় পড়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তরের দাবি, গত বৃহস্পতিবার একটি যুদ্ধবিমান উত্তরাঞ্চলের আকাশসীমা দিয়ে যাচ্ছিল। তখন লেজার রশ্মির বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায়, পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকেই লেজার রশ্মি বিচ্ছুরণ করা হয়েছে।  

বিশেষজ্ঞরা বলেছেন, লেজার রশ্মির বিচ্ছুরণের ফলে পাইলট সাময়িকভাবে অন্ধ হয়ে যেতে পারেন। ফলে বিমানের সুরক্ষা নিয়েও বড় প্রশ্ন উঠছে। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, প্রশান্ত মহাসাগরে থাকা চীনা যুদ্ধজাহাজ থেকেও একইভাবে লেজার রশ্মি বিচ্ছুরণ করা হয়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হেলিকপ্টারচালক এ ধরনের লেজার রশ্মির মুখে পড়েছিলেন। তার আগের বছর মার্কিন প্রশাসন চীন সরকারকে এ বিষয়ে নালিশও করেছিল।  
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY