রাশিয়া ১৯৪৫ সাল থেকে বৃহত্তম যুদ্ধের পরিকল্পনা করছে : বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিভিন্ন প্রমাণ বলছে, রাশিয়া ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বরিস জনসন বিবিসির সোফি রওয়ার্থকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সমস্ত লক্ষণ বলছে, পরিকল্পনাটি কিছু অর্থে এরই মধ্যে শুরুও হয়ে গেছে। ’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া একটি আগ্রাসন শুরু করতে চায়, যা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলবে।

‘এর ফলে যে বিশালসংখ্যক প্রাণহানি ঘটতে পারে তা সবাইকে বুঝতে হবে। ’ বলেন বরিস জনসন।  

প্রধানমন্ত্রী জার্মানির মিউনিখ থেকে কথা বলছিলেন। সেখানে বিশ্বনেতারা বার্ষিক নিরাপত্তা সম্মেলনে বসছেন। শনিবার এ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রুশ-সমর্থিত বিদ্রোহী এলাকা পূর্বাঞ্চলে উসকানির জবাব দেবে না। তিনি আরো বলেন, ‘ইউক্রেনীয়রা আতঙ্কিত নয়। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে চাই। ’

পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশ-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ব্যাপকভাবে বেড়েছে। এর তৃতীয় দিনে শনিবার দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মস্কো তা বরাবরের মতোই তা অস্বীকার করেছে।

পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে দেশটির পূর্বাঞ্চলে ভুয়া সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে। সূত্র : বিবিসি।

LEAVE A REPLY