নাম প্রকাশ না করে ১৩ নাম বাছাই, পরবর্তী বৈঠকে চূড়ান্ত তালিকা

নির্বাচন কমিশন গঠনে ২০ নামের তালিকা থেকে ১৩ নাম বাছাই করেছে সার্চ কমিটি। আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে সপ্তম ও সর্বশেষ বৈঠকে ১০ নাম চূড়ান্ত করা হবে। তবে সেইসব নাম প্রকাশ করা হবে না।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কার্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির ষষ্ঠ বৈঠক শেষে বিচারপতি ওবায়দুল হাসান  সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) কমিটির পঞ্চম বৈঠকে প্রস্তাবিত তিন শতাধিক নামের তালিকা থেকে ২০ জনের নাম বাছাই করা হয়েছিল। নির্বাচন কমিশন গঠনে এর থেকে ১০ জনের নাম সুপারিশ করবে অনুসন্ধান কমিটি।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ  বৈঠকে ছিলেন কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

LEAVE A REPLY