পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ইউক্রেন নিয়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনা, তখন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। একইসঙ্গে সফলভাবে হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রুশ সামরিক বাহিনী।

গতকাল শনিবার রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব পরিকল্পিত এসব মহড়া চালায়। মহড়ায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্র এবং ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ক্রেমলিনের ভাষায় ‘সিচুয়েশন সেন্টার’ থেকে মহড়া পর্যবেক্ষণ করেন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে, পরিকল্পিত এই মহড়ায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি মহড়ায় অ্যারোস্পেস এবং স্ট্র্যাটেজিক রকেটগুলো ও উত্তরাঞ্চলীয় এবং কৃষ্ণ সাগরীয় নৌবহরসহ দেশের সশস্ত্র বাহিনীর প্রায় সব বিভাগ যুক্ত থাকবে।

এদিকে, লিথুয়ানিয়া সফরের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার এই পরমাণু মহড়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার মহড়ার কারণে বিশ্ব নেতারা যেমন উদ্বিগ্ন তেমনি তিনি নিজেও এর ঝুঁকি নিয়ে চিন্তিত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রুশ সামরিক বাহিনীর মহড়া নিয়ে এ ধরনের মন্তব্য করলেও মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY