হিজাব বিতর্কে মুখ খুলে জাইরা বললেন, হিজাব ইসলামে বাধ্যতামূলক

জাইরা ওয়াসিম

‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন জাইরা ওয়াসিম। জেতেন পুরস্কারও। অভিনয় দক্ষতার কারণে আসতে থাকে একের পর এক পুরস্কার।

জাইরাকে দেখা যায় ‘সিক্রেট সুপারস্টার’,  ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে।

কিন্তু সবাইকে চমকে দিয়ে ২০১৯ সালে আচমকা অভিনয় থেকে বিদায় নেন জাইরা। বলেন ইসলাম ধর্মের সঙ্গে  ‘সাংঘর্ষিক’ হওয়ার কারণেই অভিনয় ছাড়ছেন তিনি।  

kalerkantho

এই ছবি এখন ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার করেছেন জাইরা

কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন জাইরা।  কর্ণাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার সূত্রপাত হলেও, দ্রুত তা ছড়িয়ে পড়েছে গোটা ভারতে।

হিজাব বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমে জাইরা লিখেছেন, ‘হিজাব ইসলাম ধর্মে ঐচ্ছিক নয়, এটা বাধ্যতামূলক। ’ তাঁর মতে, একজন মহিলা যখন হিজাব পরেন, তখন তিনি আল্লাহর থেকে পাওয়া একটি দায়িত্ব পালন করেন।  

যেভাবে মুসলিম মহিলাদের হিজাব ও পড়াশোনার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করা হচ্ছে, তারও প্রতিবাদ করেছেন অভিনেত্রী।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY