ভারতে একুশের গান কাঁদাল মিথিলাকে

ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ সেটে কাঁদছেন মিথিলা, সান্ত্বনা দিচ্ছেন সহকর্মীরা। ভিডিও থেকে নেওয়া ছবি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের অনেক তারকাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।  প্রভাত ফেরিতে অংশ নিয়ে ফুল দিয়েছেন। গণমাধ্যমে এসেছে সেসব খবর।  তবে এবারের একুশে ফেব্রুয়ারিতে দেশে ছিলেন না রাফিয়াত রশীদ মিথিলা।

দেবালয় ভট্টাচার্য্যের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর শুটিংয়ে ভারতের পশ্চিমবঙ্গে ছিলেন অভিনেত্রী।  শুটিং চলার সময়ই আসে একুশের প্রহর। ভাষা শহীদদের স্মরণ করতে ছোট্ট একটি আয়োজন করা হয়েছিল শুটিং ইউনিটের পক্ষ থেকে। আয়োজনের অংশ হিসেবেই  বাজানো হয় অমর একুশের চিরন্তন সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। ’

kalerkantho

সৌরভ দাসের সঙ্গে মিথিলা।

‘…আমি কি ভুলিতে পারি, শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি…’ এমন কথা ও সুরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি মিথিলা। বিশেষ করে অন্য দেশের মাটিতে, যদিও মিথিলার শ্বশুরবাড়ি কলকাতা, তবু এমন অনুভূতি আগে হয়নি অভিনেত্রীর। আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন। একটানা কেঁদেই চলেন। ভঅরতীয় সহকর্মীরা এসে তাঁকে সান্ত্বনা দেন, জড়িয়ে ধরেন।

মিথিলার কান্নার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভারতীয় অভিনেতা সৌরভ দাস। এই সিরিজে মিথিলার সহশিল্পী সৌরভ। ভিডিও শেয়ার করে তিনি ঘটনার প্রেক্ষাপটে লিখেছেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারা রাত শ্যুটিং শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। ’ 

দেবালয় ভট্টাচার্য এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন। যিনি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ‘ড্রাকুলা সার’ নির্মাণ করে সর্বশেষ আলোচনায় এসেছিলেন।

LEAVE A REPLY