স্ট্যামফোর্ড ব্রিজ দুর্গ হয়ে উঠেছে চেলসির। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ চার ম্যাচেই এখানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল হজম করেনি একটিও। টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বর থেকে স্ট্যামফোর্ড ব্রিজে অপরাজিত চেলসি।
সেই দুর্গে শেষ ষোলোর প্রথম লেগে আজ কঠিন চ্যালেঞ্জ লিলের।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লিল। সেরা খেলোয়াড়রা ক্লাব ছাড়ায় তারা এখন ১১ নম্বরে। প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আলো ছড়াতে পারেনি টুখেল শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তে হাকিম জিয়েখের গোলে ১-০ গোলের জয়ে মান বাচে ব্লুদের। স্ট্যামফোর্ড ব্রিজে লিলের বিপক্ষে তাই জ্বলে উঠতে চাইবে দলের ফরোয়ার্ডরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
অপর ম্যাচে, ভিয়ারিয়াল আতিথ্য দেবে জুভেন্টাসকে। ২০০৯ সালের পর প্রথমবার শেষ ষোলোতে ভিয়ারিয়াল। সিরি ‘এ’তে ধুঁকলেও জুভেন্টাস গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে পায় নক আউটের টিকিট। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।