বি : মীর ফরিদ
রাত পোহালেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে সীমিত পরিসরে গ্যালারিতে দর্শক রাখা হবে। সেই উদ্দেশ্যে আজ ২২ ফেব্রুয়ারি থেকে টিকিট ছাড়া হয়েছে। সেই টিকিট নামের সোনার হরিণ পেতে সকাল থেকেই বুথে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের ভিড়।
ছবি : মীর ফরিদ
চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত বুথে টিকিট বিক্রয় চলছে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে টিকিট বিক্রি। ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। অবিক্রিত থাকলে টিকিট কেনা যাবে ম্যাচের দিনও। যদিও কতগুলো টিকিট বিক্রি করা হবে তা জানানো হয়নি।
ছবি : মীর ফরিদ
সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টা থেকে। রুপটফে বসে খেলা দেখতে খরচ হবে ১ হাজার টাকা। এছাড়া আন্তর্জাতিক স্ট্যান্ড-৫০০, ক্লাব হাউস- ৩০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।