ডনরূপে পর্দায় হাজির কিং খান

ডনরূপে পর্দায় হাজির হয়েছেন কিং খান শাহরুখ। একটি বেভারেজ ব্রান্ডের বিজ্ঞাপনে মডেলিং করেছেন শাহরুখ। তারই ভিডিও পোস্ট করেছেন টুইটারে। সঙ্গে লিখেছেন ‘নাম তো শুনা হোগা মেরি জান? ইসকো সফট নাহি কেহতে, কেহতে হ্যায় তুফান’।

‘জিরো’ ছবির পর আর কিং খানকে বড় পর্দায় দেখেননি দর্শকরা। ‘পাঠান’ দিয়ে সিনেমায় প্রত্যাবর্তন করতে চলেছেন শাহরুখ। কিন্তু এখনো ছবিটির শুটিং শেষ হয়নি। তার আগেই বিজ্ঞাপনে নায়ক হিসেবে হাজির হয়েছেন তিনি। এতে নায়কের মতো অ্যাকশন দৃশ্য করতে দেখা গেছে শাহরুখকে।‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি বেশ ব্যবসাসফল হয়েছিল।  

LEAVE A REPLY