ইউক্রেন সঙ্কট; পুতিনের কর্মকাণ্ডকে ‘স্মার্ট’ ও ‘জিনিয়াস’ আখ্যা দিলেন ট্রাম্প

ইউক্রেন সংকটের মধ্যেই বোমা ফাটিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে সেখানে শান্তিরক্ষার ঘোষণা দিয়েছেন পুতিন। এ প্রসঙ্গে ট্রাম্প নিজ দেশের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পুতিনের কর্মকাণ্ডকে ‘স্মার্ট’ ও ‘জিনিয়াস’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘পুতিন তার কর্মকাণ্ডে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। পুতিন যা চেয়েছেন তার চেয়ে বেশি পাচ্ছেন। তেল-গ্যাসের দাম বাড়ছে। রাশিয়া আরও ধনী হচ্ছে।’

আফগানিস্তানের পর ইউক্রেন সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ায় বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ‘আমাদের দেশের ইতিহাসের জন্য এটা অনেক বেশি লজ্জাজনক। আমি ক্ষমতায় থাকলে কখনই এটা হতো না। আমি পুতিনকে অনেক ভালো করেই চিনি।’এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘নির্বাচনে কারচুপির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এমন একজন (বাইডেন) ক্ষমতায় বসেছেন যার কোনো ধারনাই নেই তিনি কি করছেন। টিভিতে পুতিনের বক্তৃতা দেখেছি। তিনি ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করেছেন। এটা দারুণ (জিনিয়াস)। পুতিন খুবই বুদ্ধিমান। আমি ক্ষমতায় থাকলে পুতিন কখনই এটা করতে পারতো না। এটা করার কথা ভাবতেই পারতো না। পুতিন বললেন, ‘আমি ইউক্রেনের বড় অংশ স্বাধীন ঘোষণা করতে যাচ্ছি।’ আর তা শুনে বাইডেনের প্রতিক্রিয়া কী ছিল? কোনো প্রতিক্রিয়াই ছিল না! এটা খুবই কষ্টদায়ক।’

ট্রাম্প আরও বলেন, ‘পুতিন এখন বলছেন ইউক্রেনের অঞ্চল দুটি এখন থেকে স্বাধীন। তিনি এ ঘোষণা দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এখন তিনি সেখানে শান্তিরক্ষা করবেন! এটা চমৎকার একটা বিষয়! ইউক্রেনে শান্তিরক্ষায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী শান্তিরক্ষী বাহিনী ব্যবহার করবেন। পুতিনের এ কৌশল আমরা মেক্সিকো সীমান্তে ব্যবহার করতে পারতাম।’ 

সূত্র : এনবিসি

LEAVE A REPLY