অল্পতেই রেগে যান টম

টম ক্রুজ

‘মিশন ইমপসিবল ৭’ ছবিটি কভিডের কারণে বারবার বিলম্বিত হয়েছে। এ জন্য ছবির অন্যতম প্রযোজক টম ক্রুজকে গচ্চা দিতে হয়েছে অনেক অর্থ।

এর মধ্যে ২০২০ সালে ছবির সঙ্গে যুক্ত একদল কলাকুশলী বেরিয়ে গেলে আরো বিপাকে পড়েন তিনি। হঠাৎ ছবির মাঝপথে কলাকুশলীদের বেরিয়ে যাওয়ার নেপথ্যে ছিল অভিনেতার বদমেজাজ।

‘মিশন ইমপসিবল ৭’-এ শুটিংয়ে টম ক্রুজ

তাঁদের অভিযোগ, শুটিংয়ে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এই অজুহাতে তাঁদের সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করেছেন অভিনেতা।   এবার টম ক্রুজের বদমেজাজি স্বভাবের কথা জানালেন তাঁর সাবেক ম্যানেজার এইলেন বার্লিনও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন অভিনেতার বদমেজাজি স্বভাব নিয়ে।

বার্লিন বলেন, ‘উনিশতম জন্মদিনে ওকে নিয়ে একটা কিশোর ম্যাগাজিনে লেখা ছাপা হয়। টমি (টম ক্রুজ) সেটা দেখে ভীষণ ক্ষেপে যায়। আমার দিকে অ্যালবামটি ছুড়ে মেরে বলে, আমি কোনো কিশোর ম্যাগাজিনে নিজেকে দেখতে চাই না। ’ ক্রুজের ছুড়ে মারা অ্যালবামের আঘাতে গালে চোট পান বার্লিন।

‘মিশন ইমপসিবল ৭’ মুক্তি পাবে ২০২৩ সালে

‘ও নিজেকে বড়দের ম্যাগাজিনে দেখতে চাইত’, যোগ করেন তিনি। এ ছাড়া অভিনেতার জন্য দীর্ঘ সময় কাজ করা বার্লিন ক্রুজকে ‘পারফেকশনিস্ট’ বলেও অভিহিত করেন। বার্লিনের বক্তব্য সম্পর্কে ক্রুজের মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY